‘আগামী নির্বাচনে দুই লাখ পর্যবেক্ষক সম্পৃক্ত থাকবেন’

2 months ago 9

আগামী নির্বাচনে দুই লাখ পর্যবেক্ষক সম্পৃক্ত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে পর্যবেক্ষক পরিচয়ে কেউ যেন দলীয় কর্মীদের ভোটকেন্দ্রে আনতে না পারেন সে ব্যাপারে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ মজুমদার এ কথা বলেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন।

এমইউ/বিএ/এএসএম

Read Entire Article