আগামী সপ্তাহে বৈঠক হতে পারে ট্রাম্প-জেলেনস্কির

2 hours ago 3
শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়ে এ কথা বলেছেন।  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্ধৃত করে বলা হয়, ট্রাম্প সম্ভবত আগামী সপ্তাহে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন। এখনও কিয়েভ এবং মস্কোর মধ্যে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা করার আশা করছেন তিনি। ট্রাম্প বারবার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। যদি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আপস না করেন তবে তিনি তা আরোপ করবেন। কিন্তু আলোচনা চলাকালেই রাশিয়া আক্রমণের মাত্রা বাড়ালেও ট্রাম্প কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বিষয়টি ইউক্রেনকে হতাশ করেছে।  ট্রাম্প পুতিনের সঙ্গে একাধিক ফোনালাপ করেছেন। জেলেনস্কির সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আগামী সপ্তাহে আবার নিউইয়র্কে তাদের দেখা হতে চলেছে। তবে এবারের সাক্ষাৎ ভিন্ন মাত্রা পাবে। কারণ, বিশ্ব নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে জড়ো হচ্ছেন। ওই অধিবেশনের সাইড লাইনে যুদ্ধ থামানো নিয়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প।  রুবিও ইসরায়েলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি (ট্রাম্প) চেষ্টা চালিয়ে যাবেন। যদি শান্তি সম্ভব হয় তবে তিনি তা অর্জন করতে চান। কোনো একপর্যায়ে ট্রাম্প হয়তো সিদ্ধান্ত নিতে পারেন যে এটি সম্ভব নয়। তিনি এখনও সেখানে পৌঁছাননি, তবে তিনি সেই পর্যায়ে পৌঁছাতে পারেন। রুবিও ট্রাম্পের পূর্বে উদ্ধৃত একটি পরিসংখ্যানের দিকে ইঙ্গিত করেছেন। যেখানে দাবি করা হয়েছে, রাশিয়া শুধু জুলাই মাসে যুদ্ধে ২০,০০০ সৈন্য হারিয়েছে। রুবিও বলেন, ট্রাম্প পুতিনের পাশাপাশি জেলেনস্কি এবং ইউরোপীয়দের সাথে কথা বলতে পেরে আশাবাদী। যদি তিনি কোনোভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নেন, অথবা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন তাহলে আমার কাজ শেষ। তখন মধ্যস্থতা করার জন্য পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না।
Read Entire Article