আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে: নৌ উপদেষ্টা

আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার (২৮ ডিসেম্বর) হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ মন্তব্য করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আরও পড়ুনপ্রথম আলো-ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি আঘাত গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, মিডিয়ার ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। মিডিয়া হচ্ছে সরকারের চোখ। সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি। উপদেষ্টা এম সাখা

আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে: নৌ উপদেষ্টা

আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ মন্তব্য করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে: নৌ উপদেষ্টা

আরও পড়ুন
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি আঘাত

গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত জানিয়ে তিনি বলেন, মিডিয়ার ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। মিডিয়া হচ্ছে সরকারের চোখ। সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।

পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, গণমাধ্যম ঘুরে দাঁড়াবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে।

আরএমএম/ইএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow