আগামীকাল শিবিরের কেন্দ্রীয় সম্মেলন, কে হচ্ছেন পরবর্তী সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সদস্যদের সরাসরি গোপন ভোটে ২০২৬ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর দায়িত্বে থাকতে চান না। সে কারণে চলতি বছরই তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহী। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হবে। পরে নবনির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন। এবারের সম্মেলনে সভাপতি পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমের নামও আলোচিত হচ্ছে। তবে সংগঠনটির ইতিহাস পর্য

আগামীকাল শিবিরের কেন্দ্রীয় সম্মেলন, কে হচ্ছেন পরবর্তী সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে সদস্যদের সরাসরি গোপন ভোটে ২০২৬ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর দায়িত্বে থাকতে চান না। সে কারণে চলতি বছরই তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহী। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী, সারা দেশ থেকে আসা কয়েক হাজার সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হবে। পরে নবনির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন।

এবারের সম্মেলনে সভাপতি পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়া বর্তমান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েমের নামও আলোচিত হচ্ছে।

তবে সংগঠনটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শিবিরে সাধারণত সেক্রেটারি জেনারেলই কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান। এই ধারা অনুযায়ী নুরুল ইসলাম সাদ্দামের সভাপতি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন নেতারা। সে ক্ষেত্রে আলোচনায় থাকা অন্য নেতাদের মধ্য থেকে একজন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেতে পারেন।

সংগঠনের নেতাদের মতে, ২০২৫ সালের এই সম্মেলন ছাত্রশিবিরের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সামনে জাতীয় নির্বাচন থাকায় তরুণ ভোটারদের আকৃষ্ট করতে মেধাবী, কৌশলী ও সময়োপযোগী নেতৃত্ব প্রয়োজন। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পরিবর্তিত বাস্তবতায় ছাত্র রাজনীতির নতুন ধারায় সংগঠনের অবস্থান আরও সুসংহত করাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow