আগামীকাল ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সোমবার (১৫ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ডিএমটিসিএল সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে। এছাড়া মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এ কারণেই ৪০ মিনিটের জন্য মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর প্যারাস্যুটিং কার্যক্রম থাকায় নিরাপত্তার স্বার্থে মেট্রোরে

আগামীকাল ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে। এছাড়া মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এ কারণেই ৪০ মিনিটের জন্য মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগের কর্মকর্তা নাজমুল ভূঁইয়া বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে তিন বাহিনীর প্যারাস্যুটিং কার্যক্রম থাকায় নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তিনি আরও জানান, মেট্রোরেল বৈদ্যুতিক লাইনের মাধ্যমে পরিচালিত হওয়ায় প্যারাস্যুটিং চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow