আগারগাঁও-শ্যামলী সড়ক ছেড়েছেন জুলাই আহতরা, যান চলাচল স্বাভাবিক

3 months ago 55

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) থাকা জুলাই গণঅভ্যুত্থানের আহতরা আগারগাঁও-শ্যামলী সড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর সদস্যদের আহ্বানে অবরোধ তুলে নেন আহতরা। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে সড়ক অবরোধ করেন তারা। এর ফলে বিকেল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন। এরপর সন্ধ্যায় সড়ক ছেড়ে দেন জুলাই আহতরা।

এদিন সকাল থেকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিকে কেন্দ্র করে সেবাপ্রার্থী ও স্টাফদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর মধ্যেই জুলাই আন্দোলনের আহতরা সব পক্ষকে পিটিয়ে হাসপাতাল ছাড়া করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরপর থেকে হাসপাতালের সামগ্রিক কার্যক্রম বন্ধ রয়েছে। পুরো হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছেন জুলাই আহতরা।

এসইউজে/কেএসআর/এএসএম

Read Entire Article