আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকালে পৌরসভার বলারদিয়ার মাঠপাড় এলাকায় দগ্ধ হন তিনি। মরিয়ম বেওয়া (১০০) উপজেলার বলারদিয়ার পূর্ব দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেন আলী মন্ডলের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাড়কাঁপানো শীত নিবারণে বাড়ির উঠানে চুলার পাশে আগুন পোহাতে বসেন মরিয়ম বেওয়া। আগুনের তাপ নেওয়ার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। বার্ধক্যজনিত কারণে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি এবং চিৎকার করতে পারেননি। পরে পরিবারের সদস্যরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে স্বজনরা তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে রওনা দেন। ঢাকা পৌঁছানোর আগেই মারা যান তিনি। নিহতের নাতি সেলিম মিয়া বলেন, দাদি বয়সের ভারে চলাফেরা করতে পারতে

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ীতে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মরিয়ম বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকালে পৌরসভার বলারদিয়ার মাঠপাড় এলাকায় দগ্ধ হন তিনি। মরিয়ম বেওয়া (১০০) উপজেলার বলারদিয়ার পূর্ব দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেন আলী মন্ডলের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাড়কাঁপানো শীত নিবারণে বাড়ির উঠানে চুলার পাশে আগুন পোহাতে বসেন মরিয়ম বেওয়া। আগুনের তাপ নেওয়ার সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। বার্ধক্যজনিত কারণে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি এবং চিৎকার করতে পারেননি। পরে পরিবারের সদস্যরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে স্বজনরা তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে রওনা দেন। ঢাকা পৌঁছানোর আগেই মারা যান তিনি। নিহতের নাতি সেলিম মিয়া বলেন, দাদি বয়সের ভারে চলাফেরা করতে পারতেন না। আগুনের পাশে বসেছিলেন একটু গরম নিতে, কিন্তু সেই আগুনই তার প্রাণ কেড়ে নিল। সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমরা আগে অবগত ছিলাম না। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow