আগুনে পুড়ে ছাই ৯ দোকান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

1 month ago 30

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে জয়শ্রী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এর আগেই ৯টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে জয়শ্রী বাসস্ট্যান্ডের ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ইসলামের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আজিজুলের ফার্নিচার, ধলু সরদারের থাই গ্লাস, দুটি রেন্ট-এ-কার অফিস, একটি করে মোটরসাইকেল ও ইজিবাইক মেকানিক এবং একটি মুদি দোকানসহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গৌরনদীর ৪টি ও উজিরপুরের ২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে নয়টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

Read Entire Article