আগুনে পুড়ে আহত হয়েও শুটিং করছেন আরিফিন শুভ

ঢাকার বাইরে নিরিবিলি লোকেশনে চুপিসারে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। পুরো ইউনিট বিষয়টি গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য। এর মধ্যেই জানা গেল নতুন খবর। শুটিং করতে গিয়েই আহত হয়েছেন আরিফিন শুভ। একটি অ্যাকশন দৃশ্যধারণের সময় তার শরীরে আগুন লেগে যায়। সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা। শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারায় আগুন। হঠাৎ করে তা ধরে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে।আরও পড়ুনমৃত্যুর ৪ দিন পর প্রকাশ হলো জেনস সুমনের নতুন গানবীরকে নিয়ে গাড়ির শোরুমে বুবলী, লিখলেন আমাদের ছেলে ‘গাড়িপ্রেমী’ সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে। শুটিং করতে গিয়

আগুনে পুড়ে আহত হয়েও শুটিং করছেন আরিফিন শুভ

ঢাকার বাইরে নিরিবিলি লোকেশনে চুপিসারে ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। পুরো ইউনিট বিষয়টি গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য।

এর মধ্যেই জানা গেল নতুন খবর। শুটিং করতে গিয়েই আহত হয়েছেন আরিফিন শুভ। একটি অ্যাকশন দৃশ্যধারণের সময় তার শরীরে আগুন লেগে যায়। সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা।

শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারায় আগুন। হঠাৎ করে তা ধরে যায় শুভর পায়ে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে।

আরও পড়ুন
মৃত্যুর ৪ দিন পর প্রকাশ হলো জেনস সুমনের নতুন গান
বীরকে নিয়ে গাড়ির শোরুমে বুবলী, লিখলেন আমাদের ছেলে ‘গাড়িপ্রেমী’

সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে।

শুটিং করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরিফিন শুভ

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধ করতে চাইলেও শুভ নাকি রাজি হননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং সেদিনের সব কাজ শেষ করেন। বর্তমানে পায়ে ক্ষত নিয়েই নিয়মিত শুটিং করছেন তিনি-এমনটাই জানিয়েছেন ইউনিটের সদস্যরা।

দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে পরিচালক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশনধর্মী ‘মালিক’। এতে আরিফিন শুভর সঙ্গে রয়েছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow