আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ১০ বাড়ি

দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে গেছে। এ সময় রইচ উদ্দিন নামের এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। রইচ উদ্দিন (৭২) একই গ্রামের মৃত ইউসুফ তেলির ছেলে। তিনি শারীরিকভাবে অসুস্থ (প্যারালাইজড) ছিলেন।  নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি; কিন্তু ততক্ষণে ১০টি বাড়ি পুড়ে যায়। ঘর থেকে বের হতে না পারায় রইচ উদ্দিন নামক এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন।  তিনি আরও বলেন, এ ছাড়া ৭টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, আগুনে ১০টি বাড়ি ও ৭টি গরু পুড়ে যাওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত তাদের জন্য সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, মৃত ব্যক

আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ১০ বাড়ি

দিনাজপুরের নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে গেছে। এ সময় রইচ উদ্দিন নামের এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

রইচ উদ্দিন (৭২) একই গ্রামের মৃত ইউসুফ তেলির ছেলে। তিনি শারীরিকভাবে অসুস্থ (প্যারালাইজড) ছিলেন। 

নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুসা বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি; কিন্তু ততক্ষণে ১০টি বাড়ি পুড়ে যায়। ঘর থেকে বের হতে না পারায় রইচ উদ্দিন নামক এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। 

তিনি আরও বলেন, এ ছাড়া ৭টি গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিক ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, আগুনে ১০টি বাড়ি ও ৭টি গরু পুড়ে যাওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত তাদের জন্য সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, মৃত ব্যক্তি অসুস্থ ও প্যারালাইজড ছিলেন। ঘর থেকে বের হতে না পারায় তিনি আগুনে প্রাণ হারান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow