আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার
রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান (প্রথম পর্ব)।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আগ্রাসনবিরোধী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে আরও ব
রাজনৈতিক আগ্রাসন, আধিপত্যবাদ ও নিপীড়নের বিরুদ্ধে গণআন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠান (প্রথম পর্ব)।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের স্মরণে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আগ্রাসনবিরোধী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে রাজনৈতিক প্রেসক্রিপশন ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টা থেকে ঢাকার কাকরাইল মোড়ে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB) মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, আগ্রাসনবিরোধী আন্দোলন ভবিষ্যতেও আপসহীনভাবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে যাবে।
সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করছে জেএএম সংস্থা (JAM SANGSTHA)I