ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চলাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রও ইরানের ওপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দিয়ে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে তবে ইরানের হাতে আর কোনো পথ থাকবে না। সেক্ষেত্রে আমরা আমাদের অস্ত্র ব্যবহার করবো, আগ্রাসীদের শিক্ষা দেবো ও নিজেদের রক্ষা করবো।
তিনি আরও বলেন, আমাদের যুক্তরাষ্ট্রের প্রতি পরামর্শ হলো—যদি ইসরায়েলের আগ্রাসন থামাতে না পারে, অন্তত পাশে দাঁড়িয়ে থাকুক।
ইরানের সামরিক সিদ্ধান্ত গ্রহণকারীদের হাতে সব ধরনের বিকল্প প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪৭ জন আহত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দৌড়ে আশ্রয় নিতে যাওয়ার সময় ১৮ জন আহত হয়েছে। খবর এএফপির।
এমডিএ-এর একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে, তিনজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা মাঝারি। তিনি আরও বলেন, বিস্ফোরণে ৪২ জন সামান্য আহত হয়েছেন এবং আশ্রয়ের দিকে দৌড়ানোর সময় ১৮ জন বেসামরিক আহত হয়েছেন।
ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো দাবি করেছেন, বিয়ের শেভা শহরে সোরোকা হাসপাতালের পাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ‘লাল সীমানা পেরিয়ে গেছে’ ইরান। তিনি একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।
সূত্র: বিবিসি
এমএসএম