আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিলেন ব্যারিস্টার নওশাদ জমির
পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল, রবিবার (২৫ জানুয়ারি), সেই নোটিশের লিখিত জবাব দিয়েছেন তিনি। নওশাদ জমিরের প্রতিনিধি হিসেবে তাঁর ছোট ভাই ব্যারিস্টার নওফল জমির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই জবাব জমা দেন। পরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের বিষয়বস্তু জানানো হয়। নওফল জমির তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, তাঁদের পক্ষ থেকে কোনো আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। তিনি দাবি করেন, নোটিশটিতে প্রকৃত ঘটনার সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য নেই। তিনি আরও জানান, তাঁদের ব্যানারকে ‘ফেস্টুন’ আখ্যা দিয়ে তা অপসারণ করা হয়েছে। অথচ, ১০ দলীয় জোটের প্রার্থীর রঙিন ব্যানার আচরণবিধি লঙ্ঘন করে উপস্থাপন করা হলেও তা অপসারণ করা হয়নি। এ বিষয়ে ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসা করা হলেও কেন ১০ দলীয় জোটের প্রার্থীর ব্যানার অপসারণ করা হচ্ছে না, তার কোনো সদুত্তর মেলেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবিধানিক অধিকারের ভিত্তিতে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে। তবে, কে বা কারা ‘গণভোটের ব্য
পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। গতকাল, রবিবার (২৫ জানুয়ারি), সেই নোটিশের লিখিত জবাব দিয়েছেন তিনি। নওশাদ জমিরের প্রতিনিধি হিসেবে তাঁর ছোট ভাই ব্যারিস্টার নওফল জমির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এই জবাব জমা দেন।
পরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের বিষয়বস্তু জানানো হয়। নওফল জমির তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, তাঁদের পক্ষ থেকে কোনো আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। তিনি দাবি করেন, নোটিশটিতে প্রকৃত ঘটনার সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য নেই।
তিনি আরও জানান, তাঁদের ব্যানারকে ‘ফেস্টুন’ আখ্যা দিয়ে তা অপসারণ করা হয়েছে। অথচ, ১০ দলীয় জোটের প্রার্থীর রঙিন ব্যানার আচরণবিধি লঙ্ঘন করে উপস্থাপন করা হলেও তা অপসারণ করা হয়নি। এ বিষয়ে ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসা করা হলেও কেন ১০ দলীয় জোটের প্রার্থীর ব্যানার অপসারণ করা হচ্ছে না, তার কোনো সদুত্তর মেলেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবিধানিক অধিকারের ভিত্তিতে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে। তবে, কে বা কারা ‘গণভোটের ব্যানার’ ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন, তা তাঁদের বোধগম্য নয়।
নওফল জমির ভবিষ্যতে ম্যাজিস্ট্রেটকে আচরণবিধি সম্পর্কে জেনে দায়িত্ব পালনের অনুরোধ জানান। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখ, জেলা শ্রমিকদলের সভাপতি রাজিউর রহমান, পৌর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক সহ পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার এবং দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?