আছাদুজ্জামান মিয়ার ‘দুর্নীতির’ অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

3 months ago 37

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বৃহস্পতিবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান এ আবেদন করেন।

দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও সচেতন নাগরিক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত ১৬ জুন একটি জাতীয় দৈনিকে ‘মিয়া সাহেবের যত সম্পদ’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২০ জুন আরেক জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ‘এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ’ শিরোনামে খবর। ২১ জুন আরেক জাতীয় দৈনিকে ‘আছাদুজ্জামানের কত সম্পদ?’ শিরোনামে খবর প্রকাশিত হয়।

অত্যন্ত দুঃখের বিষয় জাতীয় দৈনিকের পাতাজুড়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের জন্য যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা। এ ছাড়াও, যেখানে প্রধানমন্ত্রী সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, যোগ করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

আবেদনে আরও বলা হয়, জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। ফলে এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিয়ে তা জানাতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এফএইচ/কেএসআর/জেআইএম

Read Entire Article