আজ প্রকাশ হতে পারে সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ 

3 months ago 67
রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে গঠিতব্য ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধীনে আসন্ন ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হতে পারে আজ। একই সঙ্গে কলেজগুলোর বিভিন্ন বিষয়ে আসনসংখ্যা হ্রাস করার সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসনের কার্যক্রম আজ মঙ্গলবার (২৭ মে) থেকেই শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানেই ভর্তি পরীক্ষা ও আসনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, আজকের বৈঠকে প্রধানত তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে- নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ, মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান, সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যপ্রণালী নির্ধারণ। 
Read Entire Article