আজ প্রাক্তনকে ক্ষমা করে দিন
সবার জীবনেই কোনো না কোনো সময় প্রেম আসে, তবে সবাই সে প্রেমে সফল হয় না। বরং ব্যর্থতার গল্পই বেশি শোনা যায়। সম্পর্ক ভেঙে গেলে বেশিরভাগ মানুষই প্রাক্তনের প্রতি জমিয়ে রাখে অসংখ্য অভিযোগ আর তীব্র ঘৃণা- যেন বুকের ওপর এক অনড় পাথর চাপা পড়ে থাকে। তার চেয়ে বরং যদি প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দেওয়া যায়, তাহলে কেমন হয়?
আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’। ২০১৮ সালে প্রথমবারের মতো এই বিশেষ দিবসটির সূচনা হয়। মূল উদ্দেশ্য- ভাঙা সম্পর্কের কষ্ট ভুলে মানুষ যেন প্রাক্তনকে ক্ষমা করে মন থেকে হালকা হয়ে নতুন জীবনের পথে এগিয়ে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, ক্ষমা করা মানে অতীতকে অস্বীকার করা নয়; বরং নিজেকে মানসিকভাবে মুক্ত করার একটি উপায়। প্রাক্তনের প্রতি রাগ বা ঘৃণা ধরে রাখলে তা নিজেরই শান্তি নষ্ট করে।
আজকের দিনে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তনকে ক্ষমা করার বার্তা দিচ্ছেন। কেউ লিখছেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম,’ কেউ বা বলছেন, ‘অতীতের কষ্ট মুছে নতুন করে শুরু করতে চাই।’
এই দিনটি তাই শুধু প্রেমভাঙার গল্প নয়, বরং জীবনের নতুন শুরু করার প্রেরণা। সম্পর্ক যেভাবেই শেষ হোক না কেন, প্রাক্তনকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়াই হতে পারে সবচেয়ে সুন্দর প্রতিশোধ।