আজ বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা কত পাবে, যা জানা গেল

14 hours ago 6
নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আজ। ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের মধ্য দিয়ে রোববার (০২ নভেম্বর) শেষ হতে যাচ্ছে বিশ্বকাপের এবারের আসর। এর আগে দুই দলের কেউ জেতেনি বিশ্বকাপের শিরোপা। ফলে দুই দলের জন্যই প্রথমবার শিরোপা জয়ের সুযোগ এটি।  ট্রফি জয়ের পাশাপাশি বড় অঙ্কের অর্থ পুরস্কারও পাবে বিশ্বকাপজয়ী দল। পূর্ব ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ কোটি টাকা। ফাইনালে হেরে যাওয়া দলও পাবে বড় অঙ্কের অর্থ। রানার্সআপ হওয়া দলের প্রাপ্তি হবে  ২২ লাখ ৪০ হাজার ডলার।  এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ অনেক দিক থেকেই অন্যরকম। এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১৬৮ কোটি ১৫ লাখ টাকা, যা মেয়েদের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে সর্বোচ্চ। আগামী ২ নভেম্বর ফাইনালে জয়ী দল পাবে ৫৪ কোটি ২৬ লাখ টাকা, যা মেয়েদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়ে ২ কোটি ২৯ লাখ টাকা বেশি। ২০২২ ওয়ানডে বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি বেড়েছে ২৯৭ শতাংশ। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। সেই আসরের প্রাইজমানি ছিল ১২১ কোটি ৭৪ লাখ টাকা। অংশগ্রহণকারী অন্য ৬ দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট পাবে ১১.২০ লাখ ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে। বাংলাদেশ এক ম্যাচ জয়ে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার।  গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচ জেতায় ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ।  সপ্তম হিসেবে পেয়েছে ২.৮০ লাখ আর অংশগ্রহণ করায় আড়াই লাখ ডলার পাচ্ছে টাইগ্রেসরা। সবমিলিয়ে, এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ  মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বর্তমান মুদ্রাবাজার অনুসারে বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
Read Entire Article