আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি।
সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। আড়াই বছরেরও বেশি সময় পর আজ ফের মুখোমুখি হচ্ছে দুই দল।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সব পরিসংখ্যানই পাকিস্তানের পক্ষে। ২০০১ সালের প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে লাল বলের ম্যাচ খেলেছিল টাইগাররা। সেটি ছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ।
এই পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ১২টি ম্যাচেই হারতে হয়েছে তাদের। সর্বশেষ ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজের দুটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান ছিল ৬ উইকেটে ৫৫৫ রান, ২০১৫ সালে খুলনায়। একই ম্যাচে পাকিস্তান করেছিল ৬২৮ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ইতিহাসে এটিই পাকিস্তানের সর্বোচ্চ রান।
অন্যদিকে ২০২১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর ২০০৩ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে ১৭৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।
পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে কথা বললেও এই সিরিজে ইতিহাস বদলে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
এমএইচ/এএসএম