সন্ধ্যার নাশতা পরিবারকে প্রতিদিন কি খাওয়াবেন, এ নিয়ে গৃহিনীতের চিন্তার অন্ত থাকেনা। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সন্ধ্যায় প্রায়ই বাসায় মেহমান আসেন বা বাসার ছোট্ট সদস্যটিকে পড়াতে আসেন শিক্ষক, তাদের অপ্যায়নেও নানা কিছু বানাতে হয় কর্ত্রীকে। যেহেতু সন্ধ্যার নাশতা আর রাতের খাবারের মাঝখানে সময় খুব কম থাকে, তাই এ সময় এমন খাবার খাওয়া উচিৎ যা হালকা, পুষ্টিকর এবং হজমে সহজ হবে।
তাই বিকাল বা সন্ধ্যায় যে... বিস্তারিত