আজ ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল 

2 hours ago 6

ইসরায়েল আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল তাদের মুক্তি দিচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে জানানো হয়, মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন এবং ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ছিল। বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আটক করা হয়েছিল।

প্রাথমিকভাবে, ৯০ জন বন্দী মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু পরে এই সংখ্যা ১৮৩-তে বাড়ানো হয়েছে। ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ জানান, এই তথ্য এখন হালনাগাদ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

Read Entire Article