আজ ৪ জেলায় ছয় জনসভা করবেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ধারাবাহিক জনসভায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) তিনি চট্টগ্রামসহ চার জেলায় মোট ছয়টি নির্বাচনি জনসভায় যোগ দেবেন। গতকাল শনিবার গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের কর্মসূচিতে আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। পরবর্তীতে বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লা যাচ্ছেন তিনি। একই জেলার আরও তিনটি স্থানে ধারাবাহিকভাবে জনসভা করবেন তারেক রহমান—বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের স
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ধারাবাহিক জনসভায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৫ জানুয়ারি) তিনি চট্টগ্রামসহ চার জেলায় মোট ছয়টি নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
গতকাল শনিবার গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের বিস্তারিত সূচি প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের কর্মসূচিতে আজ বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।
পরবর্তীতে বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লা যাচ্ছেন তিনি। একই জেলার আরও তিনটি স্থানে ধারাবাহিকভাবে জনসভা করবেন তারেক রহমান—বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে আরও একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। এ সময় দলের সিনিয়র নেতারা ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা।
What's Your Reaction?