আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে

থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েসে শুরু থেকেই অসাধারণ পারফর্ম করছেন মিথিলা। কখনো প্রথম, কখনো দ্বিতীয়- এভাবে ভোটের তালিকায় দারুণ লড়াই চলছে। আজ ১৯ নভেম্বর ভোট দেয়ার শেষ দিন। তাই দেশবাসীর কাছে ভোট চেয়েছেন মিথিলা। তিনি বলেন, ‌‘আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে কত কিছু করতে পারে। আজই শেষ দিন। আশা করি বাংলাদেশ আবার এক নম্বরে যাবে।’ আরও পড়ুনজিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে : মিথিলাভোট দেওয়া বন্ধ করবেন না, দেশবাসীর প্রতি মিথিলার আহ্বান পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০ জনের একজন হয়ে প্রতিযোগিতায় লড়বেন মিথিলা। তাই তাকে ভোট দেয়া খুব গুরুত্বপূর্ণ। যেভাবে ভোট দেয়া যাবে মিথিলাকে-১. মিস ইউনিভার্স অ্যাপ চালু করুন২. দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করুন৩. ‘গেট ভোট’ বেছে নিন৪. ‘পিপলস চয়েস’ অংশে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করুন৫. বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যোগ হবে পিপলস চয়েসের রেজাল্ট জানানো হবে ২১ নভেম্বর। ফলাফল সামনে রেখে নিজেকে শান্ত রাখছেন মিথিলা। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমি

আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে

থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েসে শুরু থেকেই অসাধারণ পারফর্ম করছেন মিথিলা। কখনো প্রথম, কখনো দ্বিতীয়- এভাবে ভোটের তালিকায় দারুণ লড়াই চলছে।

আজ ১৯ নভেম্বর ভোট দেয়ার শেষ দিন। তাই দেশবাসীর কাছে ভোট চেয়েছেন মিথিলা। তিনি বলেন, ‌‘আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে কত কিছু করতে পারে। আজই শেষ দিন। আশা করি বাংলাদেশ আবার এক নম্বরে যাবে।’

আরও পড়ুন
জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে : মিথিলা
ভোট দেওয়া বন্ধ করবেন না, দেশবাসীর প্রতি মিথিলার আহ্বান

পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০ জনের একজন হয়ে প্রতিযোগিতায় লড়বেন মিথিলা। তাই তাকে ভোট দেয়া খুব গুরুত্বপূর্ণ।

আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে

যেভাবে ভোট দেয়া যাবে মিথিলাকে-
১. মিস ইউনিভার্স অ্যাপ চালু করুন
২. দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করুন
৩. ‘গেট ভোট’ বেছে নিন
৪. ‘পিপলস চয়েস’ অংশে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করুন
৫. বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যোগ হবে

পিপলস চয়েসের রেজাল্ট জানানো হবে ২১ নভেম্বর। ফলাফল সামনে রেখে নিজেকে শান্ত রাখছেন মিথিলা। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়া নিয়েই সামনে এগিয়ে যাব।’

মিস ইউনিভার্স হয়ে দেশে ফিরতে চান মিথিলা। তিনি জানান, বিজয়ী হলে ক্ষুধামুক্তি নিয়ে কাজ করবেন। ২০১৬ সাল থেকে যেভাবে বন্যার্ত, পথশিশু ও অসহায় মানুষের পাশে থেকেছেন সেটা চালিয়ে যাবেন।

এলআইএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow