আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

3 weeks ago 16

চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ। শনিবার (২৭ এপ্রিল) জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। জেলায় হিট এলার্ট জারি রয়েছে। ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে।

তীব্র রোদে শ্রমিক-দিনমজুর, রিকশা-ভ্যানচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছেন স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

এছাড়া একটানা আজ ১৬ দিন তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহে হাসপাতালে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

Read Entire Article