আজও পোস্তায় চামড়া সরবরাহ ছিল কম

3 months ago 13

ঈদুল আজহায় সারাদেশে কয়েক লাখ পশু কোরবানি হয়। ঈদের প্রথম দিনের মতো আজও অনেকেই কোরবানি দিয়েছেন। কোরবানি শেষে চলে চামড়া সংগ্রহ। ঢাকা শহরের বেশিরভাগ চামড়া আসে লালবাগের পোস্তায়। ঈদের দিনের মতো আজও পোস্তায় চামড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ কম।

রোববার (৯ জুন) সকাল ও বিকেলে পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সকালে খুব বেশি চামড়া না এলেও বিকেলের দিকে যেসব চামড়া এসেছে তার মধ্যে কাঁচা চামড়া ৫০০, ৬০০, ৭০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ছোট চামড়া বিক্রি হচ্ছে ৪০০ টাকা।

সরেজমিনে দেখা যায়, বিকেল হতেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে চামড়া আসতে শুরু করে পোস্তায়। মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের সঙ্গে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা চামড়া নিয়ে আসছেন। ছোট ট্রাক, ভ্যানগাড়ি ও বিভিন্ন যানবাহনে চামড়া আনছেন তারা। দরদামে মিললে সেসব চামড়া নামিয়ে ঢোকানো হচ্ছে গুদামে।

আজও পোস্তায় চামড়া সরবরাহ ছিল কম

সন্ধ্যার দিকেও বেশ কয়েকটি ছোট ট্রাক ও ভ্যানে করে চামড়া আডতে দেখা গেছে। ছোট ট্রাকে করে ৬৫টি চামড়া নিয়ে খিলগাঁও চৌরাস্তা মাদরাসা থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের এক আড়ত থেকে অন্য আড়তে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

আরও পড়ুন

জাহিদুল ইসলাম নামের একজন ব্যবসায়ী চামড়া কিনছিলেন। তিনি জাগো নিউজকে বলেন, বাজার ভালো নয়। ৭০০ থেকে ৯০০ টাকায় চামড়া কিনছি। গতকাল (ঈদের দিন) দুপুর থেকে সারারাত চামড়া কেনা হয়েছে। আজ সকালে খুব বেশি চামড়া আমদানি না হলেও দ্বিতীয় দিনের কোরবানির শেষে দুপুরের পর থেকে চামড়া আসছে। তবে গতকালের তুলনায় কম।

কালাম ব্রাদার্স ট্যানারির কর্মচারী আব্দুল কালাম জাগো নিউজকে বলেন, আমাদের এখানে চামড়া আসে কম। বেশিরভাগ চামড়া এখন সাভারে চলে যাচ্ছে। ঈদের দুইদিনে আমরা দুই হাজারের মতো কাঁচা চামড়া সংগ্রহ করেছি। গত বছর ছিল আরও বেশি।

আজও পোস্তায় চামড়া সরবরাহ ছিল কম

গত ২৬ মে কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এতে ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৬০-৬৫ টাকা, যা গত বছর ছিল ৫৫-৬০ টাকা। ঢাকার বাইরের গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা।

এছাড়া ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম এক হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৫০ টাকা। এছাড়া খাসির লবণযুক্ত চামড়া ২২ থেকে ২৭ টাকা ও বকরির চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এফএইচ/বিএ/এমএস

Read Entire Article