আজও সেবা বন্ধ চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে

3 months ago 54

চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় সেবা বন্ধ রয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। বুধবারের মতো বৃহস্পতিবারও হাসপাতালটি থেকে সেবা নিতে পারেননি কেউ। নিরাপত্তার অভাবে হাসপাতালে আসেননি চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী কেউ।

জুলাই গণঅভ্যুত্থানের আহতদের অব্যাহত নির্যাতন-হুমকির প্রতিবাদ ও কর্মস্থলের নিরাপত্তার দাবিতে বুধবার কর্মবিরতি পালন করেন হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। দিনের শুরুতে সেবাপ্রার্থীদের সঙ্গে হাসপাতালের স্টাফদের এ বিষয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

দুপুরে হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রার্থীদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। দিনভর হাসপাতালটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছিল। বন্ধ ছিল সকল সেবা কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও বন্ধ আছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম।

হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মকর্তা০কর্মচারীর সঙ্গে কথা হয়েছে জাগো নিউজের। তারা জানিয়েছেন, জীবন শঙ্কায় তারা হাসপাতালে যাচ্ছেন না।

এসইউজে/বিএ/জিকেএস

Read Entire Article