আজহারির মাহফিলে চুরির হিড়িক, ৮ নারী আটক 

6 hours ago 5
চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের ভিড় ও ঠেলাঠেলিতে অনেকের মোবাইল-গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগ পাওয়া গেছে। মাহফিলের মহিলা প্যান্ডেল থেকে চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।  শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে মাহফিলে চুরি হয়ে যাওয়া মোবাইল ও স্বর্ণের চেইন উদ্ধারে সাধারণ ডায়েরি করার হিড়িক পড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়।  সদর থানার ওসি রইস উদ্দিন জানান, গতকাল রাতে ১৯টি মোবাইল ও ৩২টি স্বর্ণের চেইন চুরির ঘটনায় ৫১টি সাধারণ ডায়েরি হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। মাহফিলের মহিলা প্যান্ডেল থেকে চোর চক্রের ৮ নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।  উল্লেখ্য, জাবলুন নূর ফাউন্ডেশনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় এই তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। জাবলুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির আবু জর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।  মাহফিলে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলার লক্ষাধিক মানুষ যোগ দেন। মাহফিলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ও নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।  
Read Entire Article