আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে ৮ নারী আটক

7 hours ago 10

চাঁপাইনবাবগঞ্জে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ডের পাশের তাফসির মাহফিল মাঠের আশপাশে থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের নাম-ঠিকানা জানা যায়নি।

এদিকে রাত ১০টা পর্যন্ত অর্ধশত মোবাইল চুরি অভিযোগ জমা পড়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়। স্বর্ণালংকার চুরি হয়েছে অন্তত ৪০-৫০ জনের। যাদের সবাই এসে থানায় ভিড় করছেন।

পাবনা থেকে ড. মিজানুর রহমান আজহারীর তাফসির শুনতে এসেছিলেন নাজমা বেগম। তিনি বলেন, ‌‌আমি বসে বয়ান শুনছিলাম। এসময় ৮-১০ নারী হঠাৎ আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। উঠে দেখি আমার গলার ১ ভরি ওজনের স্বর্ণালংকার নেই। থানায় এসেছি অভিযোগ করতে।

গোমস্তাপুর উপজেলার বাসিন্দা রুপালি বেগম বলেন, ‌ইচ্ছে ছিল ড. মিজানুর রহমান আজহারীর তাফসির কাছে থেকে শোনার। অনেক আশা নিয়ে এসেছিলাম। কিন্তু এসে সর্বস্বান্ত হয়ে যাবো বুঝতে পারিনি। আমার সোনার গয়না ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, স্বর্ণালংকার চুরির অভিযোগে আট নারীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অর্ধশত মোবাইল চুরি ও ৩০-৩৫টি স্বর্ণালংকার চুরির অভিযোগ জমা পড়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এসআর

 

Read Entire Article