নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। ইমানের পর মানুষের প্রতি প্রথম নির্দেশনাও নামাজ। দিনের নির্ধারিত ৫ সময়ে নামাজ পড়া ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময়ও নির্ধারিত। কোনো ওয়াক্তের নামাজের জন্য ওই নামাজের সময় বা ওয়াক্ত হওয়া জরুরি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন,
اِنَّ الصَّلٰوۃَ كَانَتۡ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ كِتٰبًا مَّوۡقُوۡتًا
নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা: ১০৩)
ওয়াক্ত হয়ে গেলেই ওই ওয়াক্তের নামাজ পড়া যায়। মসজিদে আজান হওয়া বা আজান শোনার পর নামাজ পড়তে হবে এ রকম কোনো বাধ্যবাধকতা নেই। নারী ও মুসাফিরসহ যারা কোনো ওজরের কারণে জামাতে নামাজ আদায়ের জন্য মসজিদে যেতে পারেন না, তারা ওয়াক্ত হয়ে যাওয়ার পর ওই ওয়াক্তের সুন্নত ও ফরজ নামাজ আদায় করতে পারেন।
যারা মসজিদে নামাজ আদায় করেন তারাও আজানের আগে ওই ওয়াক্তের সুন্নত নামাজ পড়তে পারেন। ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর মসজিদে আজান দেওয়া না হলেও সুন্নত নামাজ আদায় করা যায়।
উল্লেখ্য প্রতিদিন পাঁচটি ওয়াক্তে ১৭ রাকাত ফরজ নামাজের পাশাপাশি ১২ রাকাত সুন্নত নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিয়মিত এ নামাজগুলো আদায় করতেন। এগুলোকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنًّ بَيْتٌ فِي الْجَنَّةِ
যে ব্যক্তি প্রতি দিন ও রাতে বারো রাকাত নামাজ আদায় করবে, তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। (সহিহ মুসলিম: ৭২৮)
সুনানে তিরমিজির বর্ণনায় বিস্তারিত উল্লিখিত রয়েছে ওই ১২ রাকাত নামাজ কখন কীভাবে আদায় করতে হবে। নবিজি (সা.) বলেছেন,
أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمغرب وَرَكْعَتَيْنِ بعد الْعشَاء وَرَكْعَتَيْنِ قبل صَلَاة الْفَجْرِ
চার রাকাত জোহরের ফরজের আগে, দুই রাকাত জোহরের ফজরের পরে, দুই রাকাত মাগরিবের ফজরের পরে, দুই রাকাত ইশার ফরজের পরে আর দুই রাকাত ফজরের ফরজের আগে আদায় করতে হবে। (সুনানে তিরমিজি: ৪১৫)
ওএফএফ/এমএস