আজিজ আহমেদের ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি

3 months ago 44

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

তিনি জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থাটির একজন যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত কমিটি এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মা’র নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান।

আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডি’র তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেছিলেন বলে অভিযোগ ওঠেছে।

২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। এর আগে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিজিবির প্রধান ছিলেন।

এমওএস/এমআরএম/এএসএম

Read Entire Article