আট মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইঞ্জিনিয়ার মোশাররফকে

3 hours ago 3

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে দায়ের হওয়া ৮ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে পুলিশের দাখিল করা ৩টি আবেদনের ওপর আলাদাভাবে শুনানি শেষে চট্টগ্রামের তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানার ৮টি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

এর মধ্যে ৫টি মামলায় মোশাররফকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে।

দুটি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে ও অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে।

এর আগে, সকালে মোশাররফ হোসেনকে কঠোর নিরাপত্তার মধ্যে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মোশাররফের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। নামঞ্জুর করে আদালতের আদেশের পর তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর ২৭ অক্টোবর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Read Entire Article