আট মাস পর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি

2 months ago 10

আট মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মরিচবোঝাই দুটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

বন্দর সূত্র জানায়, মেসার্স এনপি ট্রেড ইন্টারন্যাশনাল ও সততা বাণিজ্যালয় নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের শিলিগুড়ি থেকে ৬ টন ৪৮ কেজি কাঁচামরিচ আমদানি করছেন।

হিলি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিকেজি কাঁচামরিচের দাম ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর দুদিন আগে ১০০-১৩০ টাকা কেজিতে বিক্রি হয়।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা আব্দুর রহিম বলেন, ‘কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে ক্ষেতে কাঁচামরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে। তাই মোকামগুলোতে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। বর্তমানে দেশীয় কাঁচামরিচ না পাওয়ায় আমরা আমদানি করা কাঁচামরিচ বিক্রি করছি।’

আট মাস পর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি

সততা বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী জানান, ‘দেশের বাজারে চাহিদা ও হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে ভারতে শিলিগুড়ি থেকে মরিচগুলো আমদানি করা হচ্ছে।’

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘দেশের বাজার স্বাভাবিক রাখতে বন্দর দিয়ে অন্যান্য পণ্যসহ কাঁচামরিচ আমদানি হচ্ছে। আমদানিকৃত কাঁচামরিচ আশপাশের উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্নস্থানে যাবে। কয়েক দিনের মধ্য কাঁচামরিচের দাম আরও কমে আসবে।’

গত বছরের ১৪ নভেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে তিন ট্রাকে ৩১ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। এর একদিন পর ১৫ নভেম্বর থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে। সবশেষে বৃহস্পতিবার বিকেলে দুই গাড়িতে ৬ টন ৪৮ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস

Read Entire Article