আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

23 hours ago 8
আটলান্টিক মহসাগরে তৈরি হওয়া ‘এরিন’ শক্তিশালী হয়ে ৪ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগোতে শুরু করেছে। বর্তমানে ঝড়টি অ্যাঙ্গুইলা থেকে ১২০ মাইল উত্তর-পূর্বে অবস্থান নিয়েছে। ঝড়টির আশপাশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৩৩ কিলোমিটার। শনিবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি)। এনএইচসির তথ্যমতে, শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি অগ্রগামী অংশ রোববার (১৭ আগস্ট) উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে। আগামী সপ্তাহের শুরুতে বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে। এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
Read Entire Article