দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গাতে ময়মনসিংহ-৯ আসনের সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান (তুহিন) আত্মগোপনে আছেন খবরে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত তার স্ত্রী পুলিশের কাছে দাবি করেছেন, তিনি ও তার দুই সন্তান দিনাজপুরে দাদার বাড়িতে বেড়াতে এসেছেন। তার স্বামী আসেননি।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শহরের অন্ধহাফেজের মোড় থেকে ষষ্ঠীতলার মাঝামাঝি বালুয়াডাঙ্গা এলাকায় ঘাঘরা খালের পাড়ে প্রয়াত এম এ কুদ্দুসের বাসায় এই ঘটনা ঘটে। ওই বাড়িতে সাবেক এমপি তুহিন আত্মগোপনে আছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, খবর পেয়ে সকালে প্রয়াত ব্যবসায়ী এম এ কুদ্দুসের বাসায় যান তিন ছাত্রনেতা। তাদের দাবি, স্ত্রীসহ বাসার ড্রয়িংরুমে ছিলেন আনোয়ারুল আবেদীন খান তুহিন। এসময় পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ সুপারকে জানান এক ছাত্রনেতা। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে পায়নি। তবে এসময় বাসায় ছিলেন তার স্ত্রী ও সন্তানরা।
ঘটনাস্থলে থাকা দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্তু খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ১০ মিনিটে আমরা তিন শিক্ষার্থী ওই বাড়িতে প্রবেশ করি। যখন আমরা প্রবেশ করি তখন ড্রয়িংরুমে ছিলেন সাবেক এমপি তুহিন ও তার স্ত্রী। কথা বলে ও ইন্টারনেট ঘেঁটে পরিচয় নিশ্চিত হয়ে পুলিশ সুপার নাজমুল হাসানকে ফোন দেই। এরই মধ্যে স্থানীয় অনেকে এসে জড়ো হন। সেখানে রোষানলে পড়েছিলাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আমরা বাড়ির লোকেশন দেখিয়ে দিতে গেটের বাইরে বের হই। পরে পুলিশসহ বাড়ির ভেতরে প্রবেশ করে তাকে পাওয়া যায়নি
আনোয়ারুল আবেদীন খান ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের একাংশের আহ্বায়ক ছিলেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়ে হেরে যান। জুলাই অভ্যুত্থানের পরে তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
এ বিষয়ে দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, তথ্য পেয়ে অভিযান পরিচালনা করেছে পুলিশ। কিন্তু পরে আনোয়ারুল আবেদীনকে পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেসময় আমরা আনোয়ারুল আবেদীনকে পাইনি। তবে তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, দুই সন্তানসহ দিনাজপুরে দাদার বাড়িতে বেড়াতে এসেছেন। তার স্বামী আসেননি।
এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম