আত্মপরিচয় সম্পর্কে জানা
আল্লাহতায়ালা বলেন, ‘তিনি মানুষকে সৃষ্টি করেছেন সামান্য এক বিন্দু বীর্য থেকে। অথচ সে প্রকাশ্যে বাগাড়ম্বর করে। চতুষ্পদ জন্তুকেও তিনি সৃষ্টি করেছেন। এতে রয়েছে তোমাদের জন্য শীতবস্ত্রের উপকরণ ও প্রভূত উপকার। তা থেকে কিছু খাবার হিসেবে রাখো তোমরা। এসবে রয়েছে একরকম সৌন্দর্য, যখন বিকেলে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও। এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায়, যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছাতে পারতে না। নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত দয়ার্দ্র, পরম দয়ালু। তোমাদের আরোহণের জন্য এবং শোভার জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। তিনি এমন আরও জিনিস সৃষ্টি করেন, যা তোমরা জানো না। (সুরা নাহল: ৪-৮) শিক্ষা ১. প্রতিটি মানুষের কর্তব্য নিজের সম্পর্কে পরিপূর্ণভাবে জানা। আত্মপরিচয় জানা ছাড়া হিংসা, বিদ্বেষ, অহংকার প্রভৃতি মন্দ স্বভাব পরিত্যাগ ও উদারতা, দানশীলতা, নিষ্কুলতা ইত্যাদি প্রশংসনীয় স্বভাব অর্জন করা সম্ভব নয়। ২. প্রতিটি মানুষের জন্মের সূচনা সামান্য এক বিন্দু পানি থেকে। অথচ বড় হয়ে নিজের শক্তিমত্তা ও সম্পদ-প্রাচুর্যে আত্মম্ভরিতা প্রকাশ করে মানুষ! ৩. মানুষ
আল্লাহতায়ালা বলেন, ‘তিনি মানুষকে সৃষ্টি করেছেন সামান্য এক বিন্দু বীর্য থেকে। অথচ সে প্রকাশ্যে বাগাড়ম্বর করে। চতুষ্পদ জন্তুকেও তিনি সৃষ্টি করেছেন। এতে রয়েছে তোমাদের জন্য শীতবস্ত্রের উপকরণ ও প্রভূত উপকার। তা থেকে কিছু খাবার হিসেবে রাখো তোমরা। এসবে রয়েছে একরকম সৌন্দর্য, যখন বিকেলে চারণভূমি থেকে নিয়ে আসো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও। এরা তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায়, যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছাতে পারতে না। নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত দয়ার্দ্র, পরম দয়ালু। তোমাদের আরোহণের জন্য এবং শোভার জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। তিনি এমন আরও জিনিস সৃষ্টি করেন, যা তোমরা জানো না। (সুরা নাহল: ৪-৮)
শিক্ষা
১. প্রতিটি মানুষের কর্তব্য নিজের সম্পর্কে পরিপূর্ণভাবে জানা। আত্মপরিচয় জানা ছাড়া হিংসা, বিদ্বেষ, অহংকার প্রভৃতি মন্দ স্বভাব পরিত্যাগ ও উদারতা, দানশীলতা, নিষ্কুলতা ইত্যাদি প্রশংসনীয় স্বভাব অর্জন করা সম্ভব নয়।
২. প্রতিটি মানুষের জন্মের সূচনা সামান্য এক বিন্দু পানি থেকে। অথচ বড় হয়ে নিজের শক্তিমত্তা ও সম্পদ-প্রাচুর্যে আত্মম্ভরিতা প্রকাশ করে মানুষ!
৩. মানুষের সৃষ্টিতে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি আল্লাহ পৃথিবীতে মানুষের জন্য আরও অনেক অনেক বৈচিত্র্যময় প্রাণিকুল সৃষ্টি করেছেন।
What's Your Reaction?