আত্মসমর্পণ করে জামিন পেলেন সেই ম্যাজিস্ট্রেট উর্মি

2 hours ago 4

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অন্যদের নিয়ে বিরুপ মন্তব্য করে আলোচনায় আসেন সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি। এ ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা  এবং বরখাস্ত করা হয়। এবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালতে তিনি জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

এর আগে গত ৮ আক্টোবর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার বিরুদ্ধে মামলার আবেদন করেন। সেদিন বাদির জবানবন্দি রেকর্ড করে আদালত তাকে ২৮ নভেম্বরের মধ্যে হাজির হতে সমন জারি করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তাপসী উর্মি। এজন্য তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে সহকারী কমিশনার হিসেবে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হলো।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

তবে কয়েক ঘণ্টা পর পোস্টটি খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে বেশকিছু স্ট্যাটাস দেখা যায় তার টাইমলাইনে। আওয়ামী লীগের পক্ষে রয়েছে বেশকিছু পোস্ট।

Read Entire Article