আত্মসমর্পণের পর চকবাজার থানা যুবদল নেতা সজিব কারাগারে

2 hours ago 5

সাত বছর আগের নাশকতার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চকবাজার থানা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান সজীবের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজুর। এসময় তার পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, চকবাজার থানায় ২০১৮ দায়ের করা ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় ২০২৩ সালের ২৮ নভেম্বর সজীবসহ ১৪ নেতাকর্মীকে ২২ মাস করে সাজা হয়েছিল। 

আজিজুর রহমান সজীবের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয় তাকে। রিমান্ডেও নির্যাতন-নিপীড়নের শিকার হন ছাত্রদলের সাবেক এই নেতা। 

আত্মসমর্পণের আগে যুবদল নেতা আজিজুর রহমান সজীব বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, আদালত থেকে ন্যায়বিচার পাওয়ার আশা করছি।

Read Entire Article