আত্মহত্যার চেষ্টা করা সেই জবি শিক্ষার্থীর মৃত্যু 

1 month ago 31

আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মাশরিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মাশরিক হাসান জানান, আহাদ হাসপাতালে চিকিৎসারত ছিল। ধানমন্ডি পপুলার হাসপাতালের চিকিৎসক তাকে দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, শিক্ষার্থী আহাদ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।  

এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তিনি সূত্রাপুর এলাকায় নিজ মেস বাসায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয় মেসের বন্ধুরা। পরে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়। 

তার বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং কয়েক দিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করেননি।

Read Entire Article