আত্রাই নদী পারাপারে দুর্ভোগ যেন নিত্য সঙ্গী

4 days ago 6
স্বাধীনতার এতবছর পরেও দিনাজপুরের দুই উপজেলার মাঝে আত্রাই নদী পার হতে হচ্ছে নৌকা দিয়ে। উন্নয়নের ফাঁকা বুলি আওড়ালেও এখনও ফিরিঙ্গি ঘাট দিয়ে নদী পারাপারে নৌকাই হাজারো মানুষের ভরসা। এ অঞ্চলের মানুষ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসলেও আজও সাড়া মেলেনি। তবে ফিরিঙ্গি ঘাট পর্যন্ত রাস্তা পাকা হয়েছে। তাই দিনাজপুর সদরের ঝানঝিরা-শিঙ্গানগরের মাঝে বহমান আত্রাই নদীর ফিরিঙ্গি ঘাট দিয়ে এখনও পারাপার হতে হয় নৌকা দিয়ে। সেতু হলে এই এলাকার জীবনযাত্রার মান বদলে যাবে এবং সকল মানুষ এতে উপকৃত হবে। খরস্রোতা আত্রাই নদী বর্ষায় পাড় ভেঙ্গে ফুলে-ফেঁপে ভয়ঙ্কর রুপ নেয়। এসময় নৌকায় পার হতে স্কুল-কলেজের
Read Entire Article