কারাগারে পাঠানোর আদেশের পর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতির মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। পালিয়ে যাওয়ার সময় আসামির দায়িত্বে ছিলেন এই দুই পুলিশ সদস্য।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) তারেক জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং বিভাগীয়ভাবে মামলা করা হবে। এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে'।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যাওয়ায় ঘটে বিপত্তি।