আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ডিইউএমসিজেএএ’র

1 day ago 6
আদালত প্রাঙ্গণে সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন- ডিইউএমসিজেএএ’র সদস্য সাংবাদিক জাবেদ আখতারে ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (০৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ০৫ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও এটিএন নিউজ এর সাংবাদিক জাবেদ আখতার গুরুতর আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিবৃতিতে জাবেদের দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করেছে এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের অনতিবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।
Read Entire Article