আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

2 months ago 30

ঝিনাইদহের শৈলকুপায় দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের বদরুল ইসলাম ও নাজমুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ রোববার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। 

এ সময় ৬টি বাড়িঘর ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শৈলকুপা থানার ওসি মো. মাসুম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো ওই ঘটনায় কেউ আটক বা মামলা হয়নি। মামলা হলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article