লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় একই ঘটনায় উপজেলা বিএনপি জরুরি বৈঠক ডেকে তদন্ত কমিটি গঠন করেছেন। ওই কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য শফিকুর রহমান ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদসহ সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা কমিটির একজন করে প্রতিনিধি রাখা হয়। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সংঘর্ষে জড়ায় বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীরা। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাটে ঘটনাটি ঘটে। এতে শফিক রাঢ়ী, লিটন রাঢ়ী, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁন, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ১৫ জন আহত হয়েছেন।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির কমিটিসহ অঙ্গসংগঠনের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে দল থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদন জমা দেবেন। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এমআইএইচএস