আনচেলত্তিকে কোচ নিয়োগ দেওয়ার পরপরই ব্রাজিল ফুটবলপ্রধানকে অপসারণ

3 months ago 12

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মাত্র তিনদিন পরই বড় ধাক্কা খেলো ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

রিও ডি জেনেইরোর একটি আদালত বৃহস্পতিবার সিবিএফের সভাপতি এডনালদো রদ্রিগেসসহ পুরো বোর্ডকে অপসারণের নির্দেশ দিয়েছেন।

আদালতের রায়ে বলা হয়, রদ্রিগেসের পুনঃনির্বাচনের জন্য ব্যবহৃত একটি চুক্তিতে সাবেক প্রেসিডেন্ট নুনেস দে লিমার স্বাক্ষর জাল করা হয়েছিল, যিনি ২০১৮ সাল থেকে মানসিকভাবে অক্ষম।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সহ-সভাপতি ফার্নান্দো সারনে। তাকে দ্রুত নতুন নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

রদ্রিগেস এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে অপসারিত হয়েছিলেন, পরে সুপ্রিম কোর্টের আদেশে ফিরে আসেন। ফিফা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এমএমআর/জিকেএস

Read Entire Article