আনোয়ার-ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে সই

3 hours ago 4

৪৭তম আসিয়ান সম্মেলনের প্রান্তে ইতিহাস গড়লো মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের মর্যাদাপূর্ণ অঙ্গনে আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন এক নতুন বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তিতে।

দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে স্বাক্ষরিত এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে। এর আওতায় অর্ধপরিবাহী শিল্প, প্রযুক্তি বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা ও টেকসই জ্বালানি খাতে অংশীদারত্ব জোরদার হবে।

একই স্থানে আনোয়ার ইব্রাহিম ও ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে থাইল্যান্ড–কাম্বোডিয়া শান্তি চুক্তি এ সই করেন, যা আসিয়ান অঞ্চলের কূটনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মালয়েশিয়া দূত অ্যাডগার্ড ডি. কাগান জানিয়েছিলেন, ট্রাম্পের সফরকে ঘিরে মূলত বাণিজ্য শুল্ক, সরবরাহ শৃঙ্খল, বিনিয়োগ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছিল।

তার ভাষায়, মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে পশ্চিমা সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত আমেরিকান কোম্পানিগুলোর বিনিয়োগের কারণে।

আনোয়ার-ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে সই

১৯৫৭ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশ ২০১৪ সালে সম্পর্ককে উন্নীত করে ‘সমন্বিত অংশীদারত্বে’। বর্তমানে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ও বিনিয়োগকারী দেশ। ২০২৪ সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩২৪.৯১ বিলিয়ন রিঙ্গিত (৭১.৩৯ বিলিয়ন মার্কিন ডলার)।

বৈঠকের শেষে উভয় নেতা দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা, ন্যায্য বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমআরএম/জেআইএম

Read Entire Article