আন্তঃজেলা নারী ভলিবলে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

5 months ago 16

আন্তঃজেলা নারী ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা। সোমবার পল্টনের নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সাতক্ষীরা ৩-০ সেটে রাজশাহীকে পরাজিত করে। টুর্নামেন্টে তৃতীয় হয়েছে চট্টগ্রাম। স্থান নির্ধারণী খেলায় তারা ৩-০ সেটে হারিয়েছে যশোরকে।

টুর্নামেন্টে বেস্ট আউটসাইডার হয়েছেন সাতক্ষীর তাকফিয়া, বেস্ট অপোজিট হয়েছেন রাজশাহীর আশা, বেস্ট সেটার হয়েছেন সাতক্ষীরার সীতা রানী, বেস্ট লিবারু হয়েছেন যশোরের সাগরিকা খাতুন ও প্রমিজিং প্লেয়ারের পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মৌ মৌ খয় মার্মা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। উপস্থিত ছিলেন ফেডারশনের সহসভাপতি মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্মসম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন।

আরআই/আইএইচএস/

Read Entire Article