আন্তর্জাতিক অভিবাসী দিবসের বিতর্কে চ্যাম্পিয়ন শেকৃবি

2 weeks ago 16

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। আয়োজনে রানার্সআপ হয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিক দল।

‘অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এত এত শর্ত মেনে আমরা আইএমএফ থেকে যে ঋণ নেই, তার সমপরিমাণ অর্থ আমাদের প্রবাসী ভাইয়েরা দেড় মাসেই দেশে পাঠাতে পারেন। তাই তাদের প্রতি আমাদের সম্মান এবং তাদের সুযোগ সুবিধা আমাদের সবার আগে বিবেচনা করা উচিত।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ২০২৫ সালে ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আয়ের প্রত্যাশা করে বলেন, বৈদেশিক আয়ে প্রণোদনা দিলে তা আড়াই শতাংশ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পাবে। এসময় তিনি অভিবাসীদের বিভিন্ন সামাজিক নিরাপত্তার সুযোগসহ দেশের বিভিন্ন সংস্থা সংস্কারের আহ্বান জানান।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিমকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আব্দুল লতিফ। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো বেলাল হোসাইন, ট্রেজারার আবুল বাশার ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

সাইদ আহম্মদ/কেএসআর/এএসএম

Read Entire Article