আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরগুনায় মানববন্ধন ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বরগুনায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক–টিআইবি বরগুনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ্, এবং এডভোকেট মোঃ আনিসুর রহমান। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরগুনায় মানববন্ধন ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে বরগুনায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক–টিআইবি বরগুনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ্, এবং এডভোকেট মোঃ আনিসুর রহমান। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow