আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ জুন) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ করা হয়।
এদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নেতা-কর্মীরা বলেন, অতীতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নানা সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের মতে, এসব আয়োজন প্রমাণ করে ছাত্রদল কেবল রাজনৈতিক আন্দোলনের বাহক নয়, বরং সমাজ সচেতনতার ক্ষেত্রেও সক্রিয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে নয়, জাতীয় জীবনের প্রতিটি মানবিক ও প্রগতিশীল উদ্যোগেও অগ্রণী ভূমিকা রাখে। পরিবেশ রক্ষা আজকের সময়ের এক জরুরি ইস্যু। আমরা বিশ্বাস করি- সবুজ বিপ্লবই আগামী বাংলাদেশের ভিত্তি হতে পারে।
তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণসচেতনতা সৃষ্টি করাই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য। আমাদের প্রত্যেক কর্মী যেন নিজ নিজ জায়গা থেকে এই বার্তা ছড়িয়ে দেয়, সেটাই আমরা চাই।
তৌফিক হোসেন/এএমএ

 4 months ago
                        55
                        4 months ago
                        55
                    








 English (US)  ·
                        English (US)  ·