আন্তর্জাতিক ব্যস্ততা শেষে মাঠে ফিরছে লিগ

8 hours ago 5

ঘরোয়া ফুটবল মৌসুম ২০২৫-২৬ শুরুর পরপরই বিরতি পড়েছিল জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততার কারণে। এবারের মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। দুই দিনে পাঁচ ম্যাচ হওয়ার পর জাতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য বিরতি পড়েছিল লিগের। ২২ দিন পর ফের লিগ শুরু হচ্ছে রোববার।

এবারের লিগের শুরুতেই অঘটনের শিকার হয়েছে বড় দলগুলো। চ্যাম্পিয়ন মোহামেডান প্রথম ম্যাচেই ২-০ গোলে হেরেছে ফর্টিস এফসির কাছে। বসুন্ধরা কিংস ২-২ গোলে ড্র করেছে নবাগত পিডব্লিউডির বিপক্ষে এবং আবাহনী গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের কাছে।

বড় তিনটি দলই চাপের মুখে থেকে শুরু মাঠে নামছে দ্বিতীয় রাউন্ডে। রোববার লিগের নতুন ভেন্যু মানিকগঞ্জে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও ইয়ংমেন্স ক্লাব, কুমিল্লায় আবাহনীর বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও গাজীপুরে পুলিশের বিপক্ষে খেলতে নামবে চ্যাম্পিয়ন মোহামেডান।

কয়েক মৌসুম ধরে লিগ হয়ে আসছিল সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার। এবার শুরুর পর পর বিরতিতে যাওয়ার কারণে শুক্র-শনিবার ছাড়াও অন্যান্য দিনে ম্যাচ রাখা হয়েছে। সোমবার দুটি ম্যাচ আছে। বসুন্ধরা কিংস নিজেদের মাঠে খেলবে ফর্টিস এফসির বিপক্ষে এবং মানিকগঞ্জে মুখোমুখি হবে পিডব্লিউডি ও আরামবাগ ক্রীড়া সংঘ।

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article