আন্দোলনকারীদের চিকিৎসাসেবা দিচ্ছে ছাত্রশিবির

3 months ago 45

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে উত্তাল শাহবাগ। অংশ নিয়েছে ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীরা। তীব্র গরমের মধ্যে আন্দোলনকারীদের চিকিৎসাসেবা দিচ্ছে ইসলামী ছাত্র শিবিরের মেডিকেল শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (৯ মে) সরেজমিনে শাহবাগ পুলিশ বক্সের সামনে গিয়ে দেখা যায়, অসুস্থ আন্দোলনকারীদের অনেকে এখানে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে তাদের।

আন্দোলনকারীদের চিকিৎসাসেবা দিচ্ছে ছাত্রশিবির

ছাত্রশিবিরের মেডিকেল জোনের ছাত্রকল্যাণ সম্পাদক মেহেদী জাগো নিউজকে বলেন, আমরা বিকেল থেকেই সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এখানে চারজন এমবিবিএস চিকিৎসক সেবা দিচ্ছেন। রয়েছেন নার্সও। সব মিলিয়ে ১৫ জনের টিম।

তিনি বলেন, আজকে গরম বেশি, তাছাড়া যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন দীর্ঘ আন্দোলনে। তাই আমাদের এ উদ্যোগ। অনেকে তীব্র গরম অনেক ক্লান্ত হয়ে আসছেন। কেউ ইঞ্জুর্ড হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গরমে স্যালাইন পানিও বিতরণ করা হচ্ছে।

আরএএস/এমএএইচ/এএসএম

Read Entire Article